Life Style News

1 hour ago

Success Formula: পরিশ্রম সত্ত্বেও মাসের শেষে টানাটানি? সাফল্যের পথে এগোতে কয়েকটি অভ্যাস জরুরি

Proven Habits for Financial Success
Proven Habits for Financial Success

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পরিশ্রম করার পরেও যখন মাসের শেষে আর্থিক টানাটানির মুখে পড়তে হয়, তখন মন খারাপ হওয়াই স্বাভাবিক। অনেক সময় হতাশা গ্রাস করে, আবার নিজের চারপাশে কম সময়ে অন্যের উন্নতি দেখে অজান্তেই ঈর্ষাও জন্ম নেয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই নেতিবাচক অনুভূতিতে ডুবে না থেকে মানসিকতার বদল ঘটানোই হতে পারে সুদিনের প্রথম ধাপ। কারণ সাফল্য এক দিনে আসে না, তার নেপথ্যে থাকে দীর্ঘ লড়াই, ব্যর্থতা আর শেখার অভিজ্ঞতা।

জীবনে যাঁরা আজ প্রতিষ্ঠিত ও আর্থিক ভাবে স্বচ্ছল, তাঁদের অধিকাংশেরই শুরুর পথটা সহজ ছিল না। বারবার ব্যর্থ হয়েও তাঁরা হাল ছাড়েননি। বরং সেই ব্যর্থতাকেই পাথেয় করে নিজেদের দক্ষতা বাড়িয়েছেন।


নিম্নলিখিত বিষয়গুলো স্মরণে রাখুন -

১। পারি না নয়, পারব: পেশাগত জীবনে বা ব্যক্তি জীবনে সব কাজই যে সহজ হবে, এমন নয়। বিশেষত, পেশাগত জীবনে সেই কারণে থমকে গেলে লক্ষ্মীলাভও অধরা রয়ে যেতে পারে। যে কোনও পেশাতেই সময়ের সঙ্গে নিজেকে উন্নত করা জরুরি। অনেক সময় বড়সড় চ্যালেঞ্জ আসতে পারে, সে ক্ষেত্রে অভিজ্ঞতা নেই বলে পিছিয়ে না গিয়ে, নিজেকে বোঝান, কাজটি পারবেন। কেউ যদি ভেবে বসেন, এ কাজ তাঁর দ্বারা হবে না, তবে সত্যি তিনি পারবেন না। বরং যে কোনও নতুন কাজ করার চেষ্টা করা, নতুন বিষয়টি শিখে নেওয়া সাফল্যের পথ সুগম করে।

২। সাফল্য লিপিবদ্ধ করা জরুরি: জীবনের ছোটখাটো সাফল্য জার্নালের আকারে লিপিবদ্ধ করে রাখতে পারেন। জীবনে যেমন সাফল্য আসে, তেমন ব্যর্থতাও খুব স্বাভাবিক। কোনও এক সময় কোনও কঠিন পরিস্থিতি কী ভাবে সামলেছেন, জটিল কাজ সামলে সাফল্য পেয়েছেন সেই অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখুন। জীবনে যখন বড় ব্যর্থতা আসে, নিজের উপর বিশ্বাস টলে যায়। সেই সময় এই লেখাগুলি অনুপ্রেরণা জোগাবে। কারণ, মস্তিষ্ক প্রমাণ পছন্দ করে।

৩। কাজ করার আবহ: আত্মবিশ্বাস শুধু এক জনের মধ্যে থাকলেই হয় না, কর্মজগতে সকলের মধ্যেই তার প্রতিফলন জরুরি। নিজের কাজের মূল্যায়ন করতে হলে সহকর্মী, টিমের সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া দরকার। সমালোচনায় বিরক্ত না হয়ে, তা থেকেই নিজেকে শুধরে নেওয়ার প্রচেষ্টা করা উচিত। ভুল স্বীকার করা, সেই ভুল ঠিক করে নেওয়ার প্রবণতা আত্মিক উন্নতির পথ প্রশস্ত করে।

৪। ভুল শুধরে শিক্ষা: তথ্যগত ভুল থাকলে, কোনও প্রকল্প নিয়ে রিসার্চ ঠিক না হলে সাফল্য অধরা থেকে যেতে পারে। কাজের ক্ষেত্রে ভুল হতে পারে। সেই ভুল থেকে শিখে নিজেকে শোধরানো জরুরি। ‘আমি ব্যর্থ’ বা ‘আমি পারিনি’, এই ভাবনা মনকে দুর্বল করে দেয়। আত্মবিশ্বাস তলানিতে নিয়ে যায়। বদলে ‘কাজ করতে গিয়ে ভুল হয়েছিল’, এমন ভাবনা পরের প্রকল্পের কাজ করতে সাহস জোগায়।

You might also like!