kolkata

2 hours ago

Ajit Pawar Plane Crash: প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার

Mamata Banerjee on Ajit Pawar’s Death
Mamata Banerjee on Ajit Pawar’s Death

 

কলকাতা, ২৮ জানুয়ারি  : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বুধবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন, অজিত পাওয়ারের আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তাঁর সহযাত্রীরা আজ সকালে বারামতীতে ঘটে যাওয়া এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, এবং এতে আমি গভীর শোক অনুভব করছি।তাঁর পরিবারবর্গের প্রতি, বিশেষ করে তাঁর কাকা শরদ পাওয়ার জি-র প্রতি, এবং প্রয়াত অজিতজির সকল বন্ধু ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই ঘটনার যথাযথ তদন্ত প্রয়োজন।

উল্লেখ্য, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার।

You might also like!