পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি : স্বাস্থ্যভবন অভিযানে যাওয়ার পথে পুলিশি হয়রানির মুখে পড়লেন আশা কর্মীরা। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা, নারায়ণগড় স্টেশনে পুলিশ আশা কর্মীদের আটকে দেয় বলে অভিযোগ। তিনজনকে আটক করেছে পুলিশ। আশা কর্মীদের বক্তব্য, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে তাঁরা গত ডিসেম্বর থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এ দিন স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছে তাঁদের সংগঠন। আশা কর্মীদের অভিযোগ, এ দিন ট্রেনে করে যাওয়ার সময় স্টেশনে ঢুকতে বাধা দেয় পুলিশ। বেলদা স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। বেলদা থানার পুলিশ আশা কর্মীদের টানাহ্যাঁচড়া করে বলে অভিযোগ। দুই তরফে বাধে খণ্ডযুদ্ধ। আশা কর্মীদের সংগঠন জানাচ্ছে, শুধু ট্রেনে নয়, বাড়ি থেকে বেরোনোর পরেই বেলদা থানার খাকুড়দা-সহ বিভিন্ন এলাকায় তাদের গাড়ি আটকে দেওয়া হয়। বেলদার পাশাপাশি ডেবরাতেও পুলিশি ধরপাকড় চলছে বলে অভিযোগ। এমনকি আশা কর্মীদের বাড়িতে গিয়ে সিভিকেরা মঙ্গলবার রাত থেকে কলকাতা যেতে নিষেধ করেছে বলে অভিযোগ। মেদিনীপুর স্টেশনে সকালে আশা কর্মীরা জড়ো হলে সেখান থেকে পুলিশ তাদের ট্রেনে উঠতে বাধা দেয় বলেই অভিযোগ। তাতেই ক্ষোভে ফেটে পড়েন আশা কর্মীরা। রেললাইনের উপর শুয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় আশা কর্মীরা।
