
হাওড়া, ২০ জানুয়ারি : সাময়িকভাবে বন্ধ হলো হাওড়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিল। মঙ্গলবার সকালে প্রেমচাঁদ জুট মিল কর্তৃপক্ষ কারখানার গেটে বিজ্ঞপ্তি লাগিয়ে দেন। এর জেরে কাজ হারালেন প্রায় ৪ হাজার শ্রমিক। মিল কর্তৃপক্ষর তরফে জানা গেছে, কাঁচা পাটের সরবরাহ কম থাকায় এবং দাম বেড়ে যাওয়ায় পাট কেনা যাচ্ছে না। সে কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিল বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হল। হঠাৎ কর্মবিরতির বিজ্ঞপ্তি দেখে শ্রমিকদের মাথায় ভেঙে পড়ে আকাশ। কাজ হারানোর খবর শুনেই হতাশ হয়ে পড়েন শ্রমিকরা।
উল্লেখ্য, সোমবারও হাওড়ার আরেক জুটমিল বন্ধ হয়েছিল| সোমবার সকালে শ্রমিকরা যখন মিলে কাজে আসেন তখন তাঁদের জানানো হয়, এরপর থেকে কাজ বন্ধ। তা শুনেই কাজে যোগ দিতে আসা শ্রমিকরা মিল চত্বরে বিক্ষোভ দেখান। শ্রমিকরা জানান, হঠাৎই মিল বন্ধের বিজ্ঞপ্তিতে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। শ্রমিকদের কথায়, মিল কর্তৃপক্ষের মিল না চালানোর সিদ্ধান্তর ফলে পরিবার নিয়ে দারুণ সমস্যার মুখে পড়তে হল।
