West Bengal

1 hour ago

Bengal Weather Update: শুক্রবার শুষ্ক আবহাওয়া দুই বঙ্গেই

Bengal Weather
Bengal Weather

 

কলকাতা, ১৬ জানুয়ারি : আগামী এক সপ্তাহ রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই আগামী তিন দিন রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। তবে এর পরের তিন দিন ধরে গোটা রাজ্যেই ২-৩ ডিগ্রি করে বাড়বে রাতের তাপমাত্রা। বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। শুক্রবার আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে পারে। আগামী কয়েক দিন পার্বত্য দার্জিলিং বাদে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা ৮-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৭-১০ ডিগ্রির মধ্যে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১২-১৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে রাতের তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে। এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত মোটামুটি থাকবে। তবে শনিবার থেকে সোমবারের মধ্যে কুয়াশার সম্ভাবনা যেমন বাড়বে, তেমনই বাড়বে তার ঘনত্বও। বিশেষভাবে সতর্ক করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। মাঝারি থেকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশা বাড়বে।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। ভোরে ও রাতের শেষ প্রহরে পাহাড়ি ও তরাই-ডুয়ার্স এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।

You might also like!