মালদা, ২১ জানুয়ারি : বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করলেন মালদা মেডিক্যাল কলেজের অস্থায়ী সাফাইকর্মীরা। বুধবার সকাল থেকে কর্মবিরতিতে শামিল হন চুক্তিভিত্তিক প্রায় শতাধিক অস্থায়ী সাফাইকর্মী। জরুরি বিভাগের সামনে অবস্থান শুরু করেন তাঁরা। তাঁদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েন রোগীর আত্মীয়েরা। কর্মীরা কাজ না করায় রোগীদের কোলে নিয়ে তাঁদের আত্মীয়েরা ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন। জানা গিয়েছে, অস্থায়ী কর্মীরা ঠিকাদার সংস্থার মাধ্যমে নিয়োগ হন। পাঁচ মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে ঘেরাও করেও কোনও সুরাহা না হওয়ায় বুধবার তাঁরা কর্মবিরতি শুরু করেন। আলোচনা করে সমস্যা মেটানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে|
