
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণী সিনেমার সুপারস্টার যশ এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর টিজারে দেখা গেছে গোরস্থানের অন্ধকার প্রেক্ষাপটে উদ্দাম যৌনতা এবং রতিমুখর দৃশ্য। মাত্র তিন মিনিটের টিজারটি মুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় চরমহারে ভাইরাল হয়েছে।
অন্ধকার জগত এবং গ্যাংস্টার কাহিনি সিনেমার পর্দায় নতুন নয়। তবু মাত্র তিন মিনিটের ঝলকে যশ যে রোমাঞ্চকর খেলা দেখিয়েছেন, তা বৃহস্পতিবার থেকেই ‘টক্সিক’-কে ঘিরে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। ‘লার্জার দ্যান লাইফ’ ঝলকে বোমাবাজি, গোলাগুলি আর বারুদের গন্ধের মাঝেই গোরস্থানে উদ্দাম যৌনতার সঙ্গে মিশে গেছে যশের চমকপ্রদ অভিনয়। আর এই কারণেই গোটা সিনেপ্রেমী মহলে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন। এই দৃশ্য-কে কেন্দ্র করে কর্ণাটকের মহিলা কমিশন এবং স্থানীয় সমাজকর্মীরা টিজারটিকে “অশ্লীল ও নৈতিকতা লঙ্ঘনকারী” আখ্যা দিয়েছেন। অভিযোগ, কোনও সতর্কতা ছাড়াই এই ধরনের প্রাপ্তবয়স্ক কন্টেন্ট তরুণদের কাছে পৌঁছে যাচ্ছে যার ফলে শিশু মনে নেতিবাচক প্রভাব পড়ছে পাশাপাশি নারীদের সামাজিক অবস্থান ক্ষুন্ন হচ্ছে। তাই কর্ণাটকের আম আদমি পার্টির (আপ) মহিলা শাখা এই টিজার দ্রুত সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরানোর দাবি জানিয়েছে।

কর্ণাটক রাজ্য সম্পাদক ঊষা মোহন বলেন, “এহেন অশ্লীল দৃশ্যে শিশুমনে যেমন প্রভাব পড়ছে, তেমনই নারীদের সামাজিক অবস্থান ক্ষুন্ন হচ্ছে। অপ্রাপ্তবয়স্কদের মনেও এর বিরূপ প্রভাব পড়তে পারে”। সেপ্রসঙ্গ টেনেই মহিলা কমিশনকে জমা দেওয়া চিঠিতে উল্লেখ, “অবিলম্বে রাজ্য সরকার এবং সেন্সর বোর্ডের হস্তক্ষেপে ‘টক্সিক’-এর টিজারটি নিষিদ্ধ করা হোক এবং সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হোক। রাজ্যের সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে অবিলম্বে পদক্ষেপের অনুরোধ জানাচ্ছি।”
অপরদিকে সমাজকর্মী দীনেশ কাল্লাহাল্লিও এই টিজারকে ‘অশ্লীল’ আখ্যা দিয়ে সেন্সর বোর্ডের হস্তক্ষেপের দাবিতে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন, “নেটভুবনে ব্যাপকভাবে প্রচারিত টিজারটি শালীনতা ও নৈতিকতা লঙ্ঘন করছে। এই ধরনের বিষয়বস্তু ভারতীয় সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদের অধীনে সুরক্ষিত নয় এবং ১৯(২) অনুচ্ছেদের অধীনে অনুমোদিত সীমার আওতাহীন নয়। যা কন্নড় সংস্কৃতির অপমান।” পাশাপাশি দ্রুত ব্যবস্থা না নিলে হাইকোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন। ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’- আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। তার আগেই এই টিজার নিয়ে দক্ষিণী সিনেমা জগতে উত্তেজনার পারদ চড়েছে। প্রশংসা ও সমালোচনার মিশ্রণে যশের এই নতুন কাজ দক্ষিণী সিনেপাড়ায় ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে।
