Entertainment

1 hour ago

AR Rahman Imtiaz Ali: বলিউডে ‘কোণঠাসা’ বিতর্কের আবহে ইমতিয়াজ–রহমান জুটি, দিলজিৎকে নিয়ে নতুন ছবি

Imtiaz Ali supports AR Rahman after backlash
Imtiaz Ali supports AR Rahman after backlash

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সম্প্রতি হিন্দি সিনেদুনিয়ায় ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তাঁর দাবি ছিল, গত আট বছরে রাজনৈতিক পালাবদলের প্রভাবে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে, যার নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজনের নীতিও থাকতে পারে। রহমানের এই মন্তব্য ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে সিনে ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক মহল— সর্বত্রই শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠেছে, বলিউডেও কি ধর্মের ভিত্তিতে কাজ পাওয়ার সমীকরণ বদলে যাচ্ছে? যদিও রহমানের এই বক্তব্যে সরাসরি সায় দেননি তারকামহলের বড় অংশ, তবুও বিতর্ক যে ‘দাবানল’-এর আকার নিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।

এই উত্তপ্ত আবহেই রহমানের পাশে দাঁড়ালেন পরিচালক ইমতিয়াজ আলি। আগেই তিনি জানিয়েছিলেন, রহমানের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এবার সেই কথার বাস্তব রূপ মিলল কাজে। বিতর্কের মাঝেই অস্কারজয়ী সুরকারকে ডেকে নতুন ছবিতে কাজ দেওয়ার ঘোষণা করলেন ‘রকস্টার’ খ্যাত পরিচালক। এর আগেও ইমতিয়াজ আলির একাধিক ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন এ আর রহমান। ‘রকস্টার’, ‘হাইওয়ে’, ‘তামাশা’, ‘অমর সিং চমকিলা’-র মতো ছবিতে এই জুটির গান আজও শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে রেখেছে। সেই সফল জুটিই ফের একসঙ্গে ফিরছে নতুন প্রজেক্টে। জানা যাচ্ছে, ‘চমকিলা’ খ্যাত দিলজিৎ দোসাঞ্ঝকে নিয়েই নতুন ছবির কাজ শুরু করেছেন ইমতিয়াজ। যদিও এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি।


সূত্রের খবর, এবার প্রেম-বিরহের আবহে এক আবেগঘন গল্প বলতে চলেছেন পরিচালক। ছবির কাস্টিংয়েও রয়েছে চমক। দিলজিৎ দোসাঞ্ঝের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন নাসিরুদ্দিন শাহ, বেদাঙ্গ রায়না ও শর্বরী ওয়াঘ। মাটির গন্ধমাখা গল্প আর ছকভাঙা স্টোরি টেলিং—ইমতিয়াজ আলির ছবির এই চেনা বৈশিষ্ট্য এবারও বজায় থাকবে বলেই ইঙ্গিত।  ছবির গল্প প্রসঙ্গে ইমতিয়াজ আলি জানিয়েছেন, “এই ছবিটা শিকড়ের অন্বেষণের কথা বলবে। নারী-পুরুষের সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি এখানে একটি দেশের গল্পও উঠে আসবে।” প্রথমে ২০২৬ সালের এপ্রিল মাসে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে ১২ জুন দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। ধর্মীয় মেরুকরণ বিতর্কের মাঝেই রহমান-ইমতিয়াজ জুটির এই ঘোষণা যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। এবার গান আর গল্পে এই জুটি কতটা ম্যাজিক তৈরি করতে পারে, সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা।

You might also like!