Life Style News

1 hour ago

Home & Garden: কংক্রিট নয়, বাড়ির সামনে গড়ে তুলুন নরম ঘাসের সবুজ স্বর্গ-জেনে নিন বিস্তারিত পদ্ধতি

Green Grass House
Green Grass House

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনে বা পাশে সামান্য ফাঁকা জায়গা পড়ে আছে? কংক্রিটে ঢেকে না দিয়ে সেই জায়গাকেই বদলে ফেলতে পারেন সবুজের ছোঁয়ায়। অল্প জায়গায় নরম ঘাসের আস্তরণ বসালেই বদলে যাবে বাড়ির সামগ্রিক চেহারা। চোখের আরাম তো মিলবেই, সঙ্গে মিলবে প্রকৃতির কাছাকাছি থাকার এক অন্যরকম অনুভূতি।

 সবুজ উদ্যান তৈরির পদ্ধতি নিম্নে ধাপে ধাপে উল্লেখিত হলো:

১। প্রথমেই জমিতে ইট-পাথর থাকলে পরিষ্কার করিয়ে নিন। মাটি যদি ভাল না থাকে, একপ্রস্ত দোআঁশ মাটি ফেলাতে পারেন। এতে যে কোনও গাছই ভাল হবে। গোবর সার মিশিয়ে, মাটি প্রস্তুত করে রাখুন।

২। নার্সারি থেকে প্রাকৃতিক ঘাসের গালিচা বা বর্গাকার চাপড়া কিনে আনুন। মেক্সিকান ঘাস ভারতীয় আবহাওয়ায় ভাল হয়। নার্সারি থেকে পরামর্শ নিন, কী ভাবে তা পাততে হবে বা যত্ন করতে হবে।

৩। ঘাসের শিকড় মাটিতে এক বার চারিয়ে গেলেই আর সমস্যা নেই। ঘাস বাড়বে দ্রুত। তবে সেই ঘাস পরিচর্যা করা খুব জরুরি। নিয়ম করে জল দিতে হবে। আবার একটু বাড়লেই সমান করে ছেঁটে ফেলতে হবে। এ জন্য যন্ত্র পাওয়া যায়।

৪। ঘাসের চাদর ভাল ভাবে মাটি ঢেকে ফেললেই, উন্মুক্ত জায়গার ধার বরাবর পছন্দের ছোটখাটো বাহারি গাছ লাগিয়ে নিন। ঘাসের পাশাপাশি গাছগুলি বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছাঁটতে হবে। না হলে সবুজ উদ্যানের বাহার কমবে।

৫। বড় কোনও গাছগাছালি থাকলে পাখির খাবার দেওয়ার, স্নান করার পাত্র রাখুন। ব্যবহার করুন জৈব সার। ফুলের গাছ বসালে এবং রাসায়নিকের ব্যবহার এড়ালে উদ্যানে পাখি-প্রজাপতির আনাগোনার পথ সুগম হবে।  

সব মিলিয়ে, বাড়ির সামনে এক চিলতে জায়গা মানেই আর অব্যবহৃত নয়। একটু যত্ন আর সঠিক পরিকল্পনায় সেই জায়গাই হয়ে উঠতে পারে বাড়ির সবচেয়ে প্রিয় সবুজ উদ্যান— যেখানে স্বস্তি, আনন্দ আর প্রকৃতির ছোঁয়া মিলবে একসঙ্গে।

You might also like!