Life Style News

1 hour ago

Women at Work: সংসার সামলেও কেরিয়ার সম্ভব, বাড়িতে বসেই কাজের নতুন সুযোগ মহিলাদের জন্য

Flexible and secure WFH options for women
Flexible and secure WFH options for women

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে চাকরি করেন না বা চাকরি করতে আগ্রহী নন—এমন মহিলার সংখ্যা হাতে গোনা। আর্থিক স্বনির্ভরতা ও নিজস্ব পরিচিতি গড়ে তোলার ইচ্ছা এখন অধিকাংশ মহিলার মধ্যেই স্পষ্ট। কিন্তু বাস্তব জীবনে সংসারের চাপ, পরিবারের অসুস্থ সদস্যদের দেখভাল কিংবা ছোট সন্তানের যত্ন—এই সব দায়িত্ব সামলাতে গিয়ে বহু মহিলাই বাইরে গিয়ে নিয়মিত চাকরি করতে পারেন না। তবে সময় বদলেছে, বদলেছে কর্মক্ষেত্রের ধরণও। গত কয়েক বছরে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজের সুযোগ অনেকটাই বেড়েছে। ফলে অফিসে গিয়ে নির্দিষ্ট সময় বেঁধে কাজ করার বাধ্যবাধকতা না থাকায়, ঘরের দায়িত্বের পাশাপাশি নিজের কেরিয়ারও গড়ে তুলতে পারছেন অনেক মহিলা।


∆ বাড়ি বসেই নিরাপদ কেরিয়ার কোনগুলো?

১। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট- লিংকডিনের মত জনপ্রিয় চাকরি সংক্রান্ত ওয়েবসাইট অনুযায়ী, ঘরে বসে কাজের ক্ষেত্রে সবচেয়ে চাহিদাসম্পন্ন পেশাগুলির একটি হল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যার আওতায় পড়ে ইমেল পরিচালনা, অনলাইন মিটিং নির্ধারণ করা , ডেটা এন্ট্রি বা গ্রাহক পরিষেবার মতো কাজ ।অনেক অনলাইন সংস্থাই বাড়ি বসে কাজ করার জন্যই এক্ষেত্রে নিয়োগ করেন।

২। কনটেন্ট রাইটিং ও ডিজিটাল লেখা- অনেক ডিজিটাল পোর্টাল, ওয়েবসাইট এবং অনলাইন ব্যবসায়ীরা কনটেন্ট লেখক নিয়োগ করেন। ভাষার উপর দখল থাকলে ঘরে বসেই এই পেশায় নিয়মিত আয় সম্ভব। গুগল ডিজিটাল ইকোনমি রিপোর্ট অনুযায়ী ব্লগ লেখা, ওয়েব কনটেন্ট ও তথ্যভিত্তিক লেখা এখন দীর্ঘমেয়াদি কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।

৩। অনলাইন টিউটরিং- প্রযুক্তি উন্নত হয়ে সঙ্গে সঙ্গে অনলাইন শিক্ষার চাহিদা বাড়ছে। স্কুলের পড়া থেকে শুরু করে বিশেষ দক্ষতা শেখা সবই ঘরে বসে করা সম্ভব। বিশেষ করে নারীরা সময় অনুযায়ী ক্লাস নিয়ে এই পেশায় যুক্ত হচ্ছেন। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের রিপোর্ট অনুযায়ী, অনলাইন শিক্ষায় নারী প্রশিক্ষকের সংখ্যা বেড়েছে।

৪। ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া কাজ- অনেকেই এখন অনলাইন ব্যবসা করছেন। অনলাইন ব্যবসা বাড়ার ফলে সোশ্যাল মিডিয়া পরিচালনা, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন বিজ্ঞাপনের কাজের চাহিদা তৈরি হয়েছে। অল্প প্রশিক্ষণেই করতে পারবেন এই কাজ।

৫। ঘরে বসে ক্ষুদ্র ব্যবসা-  অনেক মহিলারাই হস্তশিল্প, ঘরে তৈরি খাবার বা নিজস্ব পণ্যের অনলাইন বিক্রির মাধ্যমে রোজকার করছেন। বাড়ি বসেই শুরু করতে পারেন নিজের ব্যবসা।

You might also like!