
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শখ করে কেনা সাদা পোশাক মানেই বাড়তি যত্ন। একটু অসতর্ক হলেই সেখানে দাগ পড়ে যেতে পারে—আর উৎসবের দিনে সেই সম্ভাবনা আরও বেশি। বিশেষ করে সরস্বতী পুজোয় খিচুড়ি-লাবড়া, চাটনি কিংবা পায়েস খেতে গিয়ে সাদা শাড়ি বা পাঞ্জাবিতে দাগ পড়া খুবই সাধারণ ঘটনা। একবার খাবারের দাগ বসে গেলে তা তুলতে বেশ বেগ পেতে হয়। অনেক সময় দাগ না উঠলে প্রিয় পোশাকটি চলে যায় বাতিলের খাতায়। তবে সামান্য সচেতনতা আর কয়েকটি ঘরোয়া কৌশল জানলে এই সমস্যা এড়ানো সম্ভব।
১. খাবারের দাগ লাগলে, তড়িঘড়ি সেই জায়গাটি পরিষ্কার করে নিতে হবে। ভাল হয় যদি রুমাল ভিজিয়ে নিংড়ে যে জায়গায় খাবার পড়েছে সেটি মুছে ফেলা যায়।
২. অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পরেই সময় নষ্ট না করে সাদা ভিনিগার এবং সম পরিমাণ জল মিশিয়ে তার মধ্যে জামার দাগ লাগা অংশটি ১৫-৩০ মিনিট ডুবিয়ে রাখুন।
৩. মৃদু কোনও সাবান জলে গুলে নিয়ে আধ ঘণ্টা পোশাকটি ভিজিয়ে রাখুন। যে জায়গায় দাগ হয়েছে সেই জায়গাটি সাবান জলে ভেজানোর পরে হাত দিয়ে ভাল করে রগড়ে দিন। এতেই দাগ উঠে যাওয়ার কথা।
∆ সাদা পোশাকে দাগ উঠতে না চাইলে আরও একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। এক মগ ঠান্ডা জলে ১ টেবিল চামচ সাদা ভিনিগার, ১ টেবিল চামচ বেকিং সোডা এবং সামান্য হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নিতে পারেন। সেই মিশ্রণটি দাগের উপর কোনও নরম ব্রাশের সাহায্যে ঘষতে পারেন। তবে সাদা সুতির পোশাকেই তা চলবে। উল বা সিল্কের পোশাকে এমনটা করলে সেটি নষ্ট হয়ে যেতে পারে।
