
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রেমের জোয়ারে ভেসে গেলে জীবনের কঠিন বাস্তবতাও যেন মুহূর্তে হালকা হয়ে যায়। চারপাশে তখন শুধুই বসন্তের ছোঁয়া—সব সমস্যা ক্ষুদ্র, সব চ্যালেঞ্জই তুচ্ছ বলে মনে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক সম্পর্কেই আসে অনিশ্চয়তা। বিশেষ করে ভালোবাসার সম্পর্কে থেকেও বহু পুরুষের মনে ঘুরপাক খায় একটাই প্রশ্ন—প্রিয় মানুষটি কি সত্যিই মন থেকে ভালোবাসেন? এই ভাবনা স্বাভাবিক। তবে তা নিয়ে অযথা দুশ্চিন্তা না করে সম্পর্কের কিছু সূক্ষ্ম দিক লক্ষ্য করলেই অনেকটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, ভালোবাসা শুধু কথায় নয়, ধরা পড়ে আচরণে, যত্নে ও প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে।
১। আপনার প্রেমিকা কি আপনাকে চোখে হারান? আপনার সঙ্গে কথা না বলে থাকতে পারেন না? তাহলে বুঝতে হবে তিনি আপনাকে ভালোবাসেন।
২। প্রেমিকা কি অধিকাংশ ক্ষেত্রেই মেনে নেন আপনার কথা? তাহলে বুঝবেন তিনি আপনাকে সত্যিই ভালোবাসেন। তাই তাঁর সঙ্গে জীবনে এগিয়ে যান।
৩। আপনি অন্য মহিলার সঙ্গে কথা বললে কি রেগে যান প্রেমিকা? তাঁর মনে কি ঈর্ষা দেখতে পান? তাহলে বুঝবেন আপনি সঠিক নারীকেই বেছে নিয়েছেন।
৪। জীবনের বড় কোনও সমস্যার বিষয়ে আপনার কাছে প্রেমিকা যদি মতামত চান, তাহলে বুঝতে হবে, আপনি সঠিক নারীর সঙ্গে রয়েছেন। তাই চিন্তার কিছু নেই।
৫। তিনি যদি নিজের মতামত আপনার উপর জোর করে না চাপিয়ে দেন, আপনার মনের কথাও তিনি যদি ধরতে পারেন, তাহলেও চিন্তার কিছু নেই। তিনি আপনাকে ভীষণই ভালোবাসেন।
সব মিলিয়ে বলা যায়, প্রেমিকা মন থেকে ভালোবাসেন কি না, তা বুঝতে খুব জটিল বিশ্লেষণের প্রয়োজন নেই। সম্পর্কের অন্দরে এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করলেই অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই মিলবে।
