
বার্সিলোনা, ৩ ডিসেম্বর : ২০২৫ সালের উয়েফা উইমেন্স নেশনস লিগ ফাইনালে জার্মানিকে ৩-০ গোলে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। এই ম্যাচে স্পেন জয়লাভ করে এবং তাদের শিরোপা ধরে রাখে।
জার্মানির বিরুদ্ধে দুই লেগ মিলিয়ে স্পেন ৩-০ গোলে জয় লাভ করে। প্রথম লেগে জার্মানির মাঠে ফলাফল ছিল গোলশূন্য। দ্বিতীয় লেগে ক্লডিয়া পিনা(২) এবং ভিকি লোপেজ স্পেনের পক্ষে গোলগুলো করেন। স্পেনের ফরওয়ার্ড ক্লডিয়া পিনা দ্বিতীয় অর্ধে দুটি গোল করেন। এই জয়ে সোনিয়া বারমুডেজ স্পেনের কোচ হিসেবে তার প্রথম শিরোপা নিশ্চিত করেন।
