
ম্যানচেস্টার, ৭ ডিসেম্বর : ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যান সিটি। আর এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থানের সঙ্গে ব্যবধানও কমল পেপ গুয়ার্দিওলার দলের। রুবেন দিয়াস দলকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ইয়োশকো ভার্দিওল। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান ফিল ফোডেন। অ্যাস্টন ভিলার বিপক্ষে শনিবার দিনের শুরুতে হেরে যাওয়া আর্সেনাল ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে ফেরা সিটির পয়েন্ট ৩১। আর ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভিলা।
