Entertainment

1 hour ago

Border 2 Collection Day 3: দেশপ্রেম আর অ্যাকশনে মেতেছে দর্শক, ‘বর্ডার ২’ প্রথম উইকেন্ডেই বক্স অফিসে বাজিমাত

Border 2 Worldwide Box Office Collection Day 3
Border 2 Worldwide Box Office Collection Day 3

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সানি দেওলের সেই চেনা দারুণ দেশপ্রেম আর মেজাজ ফের একবার দর্শকদের বুঁদ করে দিয়েছে। বড় পর্দায় মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ‘বর্ডার ২’ দর্শক এবং সমালোচকদের দারুণ প্রশংসা কুড়িয়েছে। ফলস্বরূপ, প্রথম উইকেন্ডেই বক্স অফিসে রেকর্ড গড়ে ফেলেছে এই ছবি। মুক্তির মাত্র তিন দিনের মাথায় ভারতীয় বক্স অফিসে এই ছবি পার করে ফেলল ১১৫ কোটি টাকার গণ্ডি। 

৩ দিনের বক্স অফিস রিপোর্ট: শুক্রবার, মুক্তির সঙ্গে সঙ্গে ছবিটি প্রায় ৩৫ কোটি টাকা আয় করে শুরুতে বড় ছক্কা হাঁকায়। দ্বিতীয় দিন, শনিবার, সেই আয় বেড়ে প্রায় ৪০ কোটি টাকা হয়। আর রবিবার ছুটির দিনে দর্শকের ভিড়ের কারণে আয় আরও বাড়ে, যা ছিল ৪০-৪২ কোটি টাকার মধ্যে।

প্রথম দিন (শুক্রবার): প্রায় ৩৫ কোটি টাকা।

দ্বিতীয় দিন (শনিবার): প্রায় ৪০ কোটি টাকা।

তৃতীয় দিন (রবিবার): প্রায় ৪০-৪২ কোটি টাকা।

মোট আয়: ১১৫ কোটি টাকারও বেশি (তিন দিনে)। 


বর্ডার ২’-এর সাফল্যে সানি দেওলের ম্যাজিক ফের প্রমাণিত হলো। ‘গদর ২’-এর পর আবারও তিনি দেখালেন, মাস-এন্টারটেইনার হিসেবে তাঁর ফর্মুলা অটুট। ছবিতে বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্ঝর উপস্থিতি উত্তাপ আরও বাড়িয়েছে। বিশেষ করে অ্যাকশন দৃশ্য এবং সিগনেচার ডায়লগগুলো দর্শকদের প্রেক্ষাগৃহে গদগদ করে তুলেছে। 

ছবিটি মূলত ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। ভারতীয় স্থলসেনা, নৌবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ অভিযান দেখানো হয়েছে। সানি দেওল এখানে অভিজ্ঞ পথপ্রদর্শকের ভূমিকায় আছেন, সঙ্গে বরুণ ধাওয়ান, আহান শেট্টি ও দিলজিৎ দোসাঞ্ঝ। চলতি সপ্তাহে আর কোনও বড় ছবি মুক্তি না পাওয়ায় ‘বর্ডার ২’-এর সামনে বক্স অফিসে একেবারে ফাঁকা মাঠ। বিশ্লেষকরা মনে করছেন, প্রজাতন্ত্র দিবসের দিন ছবিটির আয় আরও বাড়বে। বলা বাহুল্য, ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে ‘বর্ডার ২’ ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছে। 

You might also like!