Country

1 hour ago

Heavy Snowfall In Himachal Pradesh: ফের পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি-তুষারপাতের পূর্বাভাস কাশ্মীর ও হিমাচলে

Himachal Pradesh  Snowfall
Himachal Pradesh Snowfall

 

শ্রীনগর ও শিমলা, ২৭ জানুয়ারি : নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরে ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। ইতিমধ্যেই শ্রীনগরে তুষারপাত শুরু হয়ে গিয়েছে। শ্রীনগরে তুষারপাতের কারণে শ্রীনগরগামী এবং সেখান থেকে প্রস্থান করা আটটি বিমান বাতিল করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তবে পরবর্তী দুই দিন আবহাওয়া শুষ্ক কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে কৃষকদের ২৮ জানুয়ারি পর্যন্ত সমস্ত কৃশকায় বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশেও। কুল্লু, কিন্নৌর, চাম্বা এবং লাহুল ও স্পিতি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, এই জেলাগুলিতে ভারী তুষারপাতের পাশাপাশি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

You might also like!