West Bengal

1 hour ago

Bengal Weather Forecast: শুক্রবার দুই বঙ্গের একাধিক জেলায় ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা

WB Weather Forecast
WB Weather Forecast

 

কলকাতা, ৩০ জানুয়ারি : উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার। অপরদিকে, দক্ষিণ-পূর্ব উত্তর-প্রদেশ থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা। উত্তর-পূর্ব বিহারের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। তারই প্রভাব পড়ছে বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লেই দেখা যাবে রোদ ঝলমলে আকাশ। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিংয়ের আবহাওয়া থাকবে বেশ মনোরম। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কালিম্পং ও জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন আবহাওয়া বিশেষ কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বাকি মূলত পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমতে শুরু করবে।

You might also like!