
কলকাতা, ২৭ জানুয়ারি : প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজের নিয়ম চালু করার দাবিতে মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে ব্যাঙ্ক ধর্মঘট। এটিএম পরিষেবা বন্ধে গ্রাহকরা ভোগান্তির মুখে পড়েছেন। যেহেতু এটিএমগুলির কর্মীরাও ধর্মঘটে শামিল হয়েছেন। মঙ্গলবার সারা দেশেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট চলছে। যার ফলে ব্যাঙ্কিং পরিষেবায় বড়সড় ব্যাঘাত ঘটেছে।
'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন’-এর ডাকা এই ধর্মঘটের মূল দাবি হল সপ্তাহে ৫ দিন কাজের দিন চালু করা। এদিন সকাল থেকেই একাধিক ব্যাঙ্কের সামনে কর্মীদের ধর্না দেন। সপ্তাহে ৫ দিন কর্মদিবসের দাবিতে ব্যাঙ্ক ধর্মঘটের সর্বাত্মক প্রভাব দেখা গিয়েছে বাঁকুড়ায়। বন্ধ সমস্ত ব্যঙ্কের দরজা, বন্ধ এটিএম, স্টেট ব্যাঙ্কের সামনে বিক্ষোভ অবস্থানে বসেন কর্মী-আধিকারিকরা। রাজ্যের অন্যত্রও ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব দেখা গিয়েছে।
