Country

47 minutes ago

Big Relief For Commuters: দিল্লি-সাহারানপুর-দেহরাদূন এক্সপ্রেসওয়ে ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

Delhi–Dehradun Expressway
Delhi–Dehradun Expressway

 

নয়াদিল্লি, ১ ডিসেম্বর : দিল্লি-সাহারানপুর-দেহরাদূন এক্সপ্রেসওয়ে সোমবার ট্রায়াল রানের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই এক্সপ্রেসওয়ে সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে, দিল্লি ও দেহরাদূনের মধ্যে দূরত্ব কমবে। এই এক্সপ্রেসওয়েটি দিল্লি-দেহরাদূন যাত্রা স্বাভাবিক ৬-৬.৫ ঘন্টা থেকে কমিয়ে ২-২.৫ ঘন্টা করবে বলে আশা করা হচ্ছে।

একজন মোটরসাইকেল আরোহী বলেন, "আজ এই এক্সপ্রেসওয়ে ট্রায়াল রানের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই এক্সপ্রেসওয়ে আমাদের সাহায্য করবে, কারণ এটি আমাদের যানজট থেকে বাঁচাবে। এতে সময় সাশ্রয় হবে। আমরা আশা করি সরকার শীঘ্রই এটি খুলে দেবে এবং জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করবে।

You might also like!