
মাদ্রিদ, ৪ ডিসেম্বর : সান মামেসে বুধবার রাতে লা লিগার ম্যাচে আথলেতিক বিলবাওএর বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন এমবাপে। আর অন্য গোলটি করেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। এবারের লা লিগায় ১৫ ম্যাচে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের গোল হলো ১৬টি। ৮ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার ফেররান তরেস। এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনল মাদ্রিদের দলটি। ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বিলবাও।
