
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে এই বিষয়ে জানা গেছে। প্রধানমন্ত্রীর ভাষণ বিকেল সাড়ে ৩টে নাগাদ হবে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-ও এই বিষয়ে জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বছরের এনসিসি পিএম র্যালির থিম হল "দেশ প্রথম - কর্তব্যনিষ্ঠ যুব।" এটি যুবসমাজের মধ্যে কর্তব্যবোধ, শৃঙ্খলা এবং জাতীয় অঙ্গীকারের প্রতিফলন ঘটায়। এনসিসি পিএম র্যালি মাসব্যাপী অনুষ্ঠিত হয়| তারই সমাপনী অনুষ্ঠান হবে। সারা দেশ থেকে ২ হাজার ৪০৬ জন এনসিসি ক্যাডেট এই ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে ৮৯৮ জন মহিলা ক্যাডেটও ছিলেন। এছাড়াও, ২১টি দেশের ২০৭ জন যুবক এবং আধিকারিকরাও এই সমাবেশে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে এনসিসি ক্যাডেটদের সঙ্গে এনএসএস সদস্যরাও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এর মাধ্যমে দেশ গঠন, সমাজসেবা এবং চরিত্র গঠনে যুবসমাজের ভূমিকা তুলে ধরা হবে।
