Game

6 hours ago

IND vs SA: শচীন-কোহলিদের রেকর্ডে ভাগ বসালেন রোহিত শর্মা

Quinton De Kock in action for South Africa vs India
Quinton De Kock in action for South Africa vs India

 

কলকাতা, ৭ ডিসেম্বর  : চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মালিক হয়ে গেলেন রোহিত শর্মা। তার আগে ভারতের হয়ে এই কীর্তি গড়েছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়।শনিবার সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান করার পরই রোহিত ২০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ২০ হাজার রানে রোহিতের সঙ্গে কোহলি, শচীন, দ্রাবিড় এবং ডি ভিলিয়ার্স ছাড়াও আছেন কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, মাহেলা জয়বর্ধনে, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা, জো রুট, সানাথ জয়সুরিয়া, শিব নারায়ণ চন্দরপল এবং ইনজামাম উল হক।

You might also like!