Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Technology

2 hours ago

Kali Puja 2025: এবার বাড়ি বসেই উপভোগ করুন বারাসতের বিখ্যাত কালীপুজো মণ্ডপ! চালু হল নতুন ওয়েবসাইট

Barasat Kali Puja 2025
Barasat Kali Puja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বারাসত ও নৈহাটির কালীপুজো কতটা জনপ্রিয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিবছর পুজোর ক’দিন এই অঞ্চলগুলিতে উপচে পড়া ভিড় এক পরিচিত দৃশ্য। মণ্ডপ দর্শনে দর্শনার্থীদের ঢল সামাল দিতে প্রশাসনের তরফেও থাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তবে অনেকেই আছেন, যারা মণ্ডপে গিয়ে ঠেলাঠেলির ভিড়ে পড়তে চান না। তারা অপেক্ষা করেন ফাঁকা সময়ের, যাতে আরামে ও শান্তিতে প্রতিমা দর্শন করা যায়। এবার সেই দর্শনার্থীদের জন্যই এক অভিনব উদ্যোগ নিল বারাসত পুলিশ। পুজো পরিক্রমাকে আরও সহজ এবং সুবিধাজনক করতে চালু হল একটি নতুন ওয়েবসাইট— www.kalipujabarasat.in

সেই ওয়েবসাইটে কোন মণ্ডপে ‘রিয়েল টাইম ক্রাউড’ দেখে ঠিক করে নেওয়া যেতেই পারে, কোন পুজোয় আগে দর্শন করা যাবে। এই ম্যাপ দেখেই মণ্ডপে যাওয়ার ‘শর্ট রুট’ বেছে নেওয়া যাবে। বাইক বা গাড়ি নিয়ে এলে কোথায় পার্কিং করতে হবে, তাও দেখে নেওয়া যাবে ওয়েবসাইট থেকে। কোথায় কোথায় নো এন্ট্রি, তাও দেখে নেওয়া যাবে। ওয়েবসাইটের হেল্পলাইন অপশনে গিয়ে এক ক্লিকে ফোনে করা যাবে পুলিশ, হাসপাতাল, দমকল-সহ ইলেকট্রিক সাপ্লাইয়ে। ভিড় সামাল দিতে ট্রাফিক ব্যবস্থার উপর জোর দিয়েছেন বারাসত জেলা পুলিশ কর্তারা। ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুজোর কটা দিন পণ্যবাহী কোনো গাড়ি বারাসত শহরে ঢুকতে দেওয়া হবে না। কলকাতার দিক থেকে আসা যাত্রীবাহী বাস বারাসতের রথতলা মোড়ে আটকে দেওয়া হবে।

কিন্তু এবছর কলকাতামুখী গাড়ি চলাচলের ক্ষেত্রে ১২ নম্বর জাতীয় সড়ক ওয়ান-ওয়ে করা হবে বলে। তবে ডাকবাংলো মোড় থেকে ময়না পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়কে দর্শনার্থীদের ভিড় বুঝে ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেলের পর থেকে ভোর ৪টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। রথতলা থেকে যশোর রোডের দিকে শেঠপুকুর পর্যন্ত টোটো, অটো-সহ বাইক, চারচাকা অবশ্য সচল থাকছে। শেঠপুকুরেই পুলিশের নির্ধারণ পার্কিং জোনে গাড়ি রাখার ব্যবস্থা থাকছে। এছাড়াও ১১ নম্বর রেলগেট, হেলাবটতলা মোড় সংলগ্ন মিলনীর মাঠে পার্কিং জোন করা হচ্ছে। মণ্ডপের ও শহর জুড়ে লাগানো সিসিটিভি ক্যামেরায় নজরদারি রাখার পাশাপাশি কালীপুজোর দিনগুলিতে আড়াই হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকছে। শুক্রবার বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, “গত বছর আমরা খুব ভালোভাবে দর্শনার্থীদের ভিড় সামাল দিয়েছি। এবার ট্রাফিক ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। বারাসতবাসীর যাতে সমস্যা না হয়, তারজন্য আধার, ভোটার এবং বিদ্যুতের বিল সহ অন্যান্য পরিচয় প্রমান পত্র দেখে ছেড়ে দেওয়া হবে।”

You might also like!