Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

Technology

2 hours ago

Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য।

Kolkata Metro smart card
Kolkata Metro smart card

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজোর আগে কলকাতা মেট্রো যাত্রীদের জন্য একটি বড় ঘোষণা করেছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে, এখন থেকে স্মার্ট কার্ড আরও সাশ্রয়ী হবে এবং এর বৈধতার সময়কালও বাড়ানো হবে। আগে যেখানে স্মার্ট কার্ডের বৈধতা ছিল মাত্র এক বছর, এখন থেকে তা ১০ বছর পর্যন্ত বৈধ থাকবে। এই নতুন নিয়ম ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। তাই, যারা পুজোর আগে স্মার্ট কার্ড কিনবেন বা পুরনো কার্ড রিচার্জ করবেন, তারা এই নতুন সুবিধা উপভোগ করতে পারবেন।

বুধবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে নতুন নিয়মের কথা জানানো হয়েছে। একনজরে দেখে স্মার্ট কার্ডে কী কী বদল আসছে –

প্রথমত, এতদিন মেট্রোর স্মার্ট কার্ড কিনতে হলে ৮০ টাকা ‘সিকিউরিটি ডিপোজিট’ রাখতে হতো। এবার থেকে সেই অঙ্কটা কমে দাঁড়াল ৫০ টাকা।

দ্বিতীয়ত, ন্যূনতম ১৫০ টাকা খরচ করতে হত স্মার্ট কার্ডের জন্য। এবার ১০০ টাকাতেই মিলবে মেট্রোর স্মার্ট কার্ড।

তৃতীয়ত, এখন থেকে যেদিন স্মার্ট কার্ড কিনবেন, ওইদিন থেকে কার্ডের বৈধতা থাকবে ১০ বছর। বর্তমানে তা একবছর বৈধ থাকে। পুরনো স্মার্ট কার্ড রিচার্জ করলে বৈধতা বৃদ্ধি পাবে ১০ বছর পর্যন্ত।

চতুর্থত, নতুন স্মার্ট কার্ড কেনার দিন থেকে নয়, যেদিন প্রথম ব্যবহার করবেন, ওইদিন থেকেই বৈধ বলে গণ্য হবে।

পঞ্চমত, স্মার্ট কার্ডের উপর ৫ শতাংশ অতিরিক্ত টাকা পাওয়া যাবে।

ষষ্ঠত, শুধুমাত্র কাউন্টার থেকে নয়, ASCRM মেশিন এবং অনলাইনে রিচার্জ করা যাবে।

মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যে ৫০ হাজার যাত্রী স্মার্ট কার্ড কিনেছেন। নয়া কাঠামোয় তা আরও সস্তা হওয়ায় ক্রেতার সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ। বিশেষত উৎসবের মরশুমে কলকাতা ঘোরার জন্য ভিড় এড়াতে পাতালপথে যাতায়াত পছন্দ করেন আমজনতা। সেই কারণে স্মার্ট কার্ড কেনার আগ্রহ বাড়ছে। ফলে আমজনতার জন্য ছাড় ঘোষণা করে আরও বেশি লাভের আশা করছে কর্তৃপক্ষ।

You might also like!