
কলকাতা, ৩০ ডিসেম্বর : রাজ্য জুড়ে রয়েছে কুয়াশার মোড়ক। উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে কিছুটা পারদ চড়বে বলে জানানো হয়েছে। কলকাতার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা। তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কারণ, জম্মু ও কাশ্মীরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবার। তার প্রভাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা পেতে পারে। তাই ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত ঠান্ডার দাপট বজায় থাকবে। তবে বুধবার থেকে কিছুটা চড়তে পারে তাপমাত্রার পারদ। বছরের শেষে বা নতুন বছরের শুরুতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে শহরে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়।
উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের সঙ্গে পাল্লা দিচ্ছে ঘন কুয়াশা। মঙ্গলবার দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে, ফলে গাড়ি চলাচলে সমস্যার আশঙ্কা থাকছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে ভোরের দিকে কুয়াশার দাপট বেশি থাকবে, পরে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হতে পারে।
