Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Technology

3 months ago

WhatsApp: নম্বর ছাড়াই WhatsApp? জেনে নিন নতুন আপডেটের খুঁটিনাটি!

WhatsApp new feature incoming
WhatsApp new feature incoming

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি—সবার হাতেই এখন হোয়াটসঅ্যাপ। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন ফিচার আনছে সংস্থাটি। এবার ইউজারদের জন্য আসছে আরও এক দারুণ আপডেট। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে আর ফোন নম্বরের প্রয়োজন নাও হতে পারে! জুকারবার্গের সংস্থা জানিয়েছে, খুব শীঘ্রই নম্বর ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সুবিধা মিলবে।

ব্যাপারটা ঠিক কী? সংস্থাসূত্রে খবর, গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নয়া এই ফিচারের ভাবনা। বর্তমানে কারও সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য তার নম্বরটা থাকা আবশ্যক। তবে আগামীতে আর এর প্রয়োজন পড়বে না বলেই খবর। জানা যাচ্ছে, ইনস্টাগ্রামের মতো করেই সাজানো হয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যাকাউন্টে থাকবে ইউনিক ইউজার নেম। আর সেই ইউজার নেম দিয়েই খুঁজে পাবেন যে কাউকে। বর্তমানে বিটা ইউজাররা পরীক্ষামূলকভাবে এই ফিচারের সুবিধা পাচ্ছেন বলে খবর।

প্রসঙ্গত, কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই মোটের উপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা। কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ এনেছে নতুন ট্রান্সলেট ফিচার। কী এই ফিচার? আসলে এবার থেকে কোনও মেসেজ ভাষার কারণে বুঝতে না পারলেও চিন্তার কিছু নেই—অ্যাপই সেটি অনুবাদ করে দেবে। শুধু মেসেজটিতে লং প্রেস করতে হবে, আর সঙ্গে সঙ্গেই দেখা যাবে ‘Translate’ অপশন। তাতে ক্লিক করলেই খুলে যাবে বিভিন্ন ভাষার তালিকা। যেকোনো ভাষা বেছে নিলেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে এক ঝটকায়। ব্যস, ভাষাজনিত সমস্যা একেবারে গায়েব!

You might also like!