
পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি : বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ-সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলাদেশে যা ঘটে চলেছে, তা মোটেও কাম্য নয়। রবিবার সকালে দিলীপ ঘোষ বলেন, "বাংলাদেশে যা ঘটছে তা ঠিক নয়। কেন্দ্রীয় সরকার আমাদের পক্ষ থেকে যা করা উচিত তাই করছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেখানে হিন্দুদের উপর অমানবিক অত্যাচারে গভীরভাবে দুঃখিত। আমরা চাই সেখানে নির্বাচন হোক এবং সরকার ক্ষমতায় আসুক যাতে এসব বন্ধ হয়।" বিসিসিআই কেকেআরকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেওয়ার অনুরোধ করার বিষয়ে দিলীপ বলেন, "বিসিসিআইকে ধন্যবাদ, পাকিস্তানি খেলোয়াড়দের মতো, বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে দেওয়া উচিত নয়।"
