Country

2 hours ago

Delhi's Toxic Smog: দিল্লিতে কুয়াশার দাপট, বাতাসের গুণমান মন্দ পর্যায়ে

Delhi Air Pollution
Delhi Air Pollution

 

নয়াদিল্লি, ২ জানুয়ারি : জাঁকিয়ে ঠান্ডা পড়েছে জাতীয় রাজধানী দিল্লিতে। কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র দিল্লি-এনসিআর। দিল্লিতে বাড়ছে কুয়াশার দাপটও। শুক্রবার সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি। কুয়াশা এতটাই বেশি ছিল যে নতুন দিল্লি স্টেশন থেকে ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে। দিল্লির বাতাসের গুণগতমান এখনও মন্দ পর্যায়েই রয়েছে। এদিন সকালে দিল্লির অনেক স্থানেই বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩০০-র ঊর্ধ্বে। রাষ্ট্রপতি ভবন চত্বর, আইটিও, অক্ষরধাম প্রভৃতি এলাকায় বাতাসের গুণগতমান ছিল মন্দ থেকে খুব মন্দ পর্যায়ে। সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২১।

You might also like!