Country

2 hours ago

Fog-Related Accident: ঘন কুয়াশায় দৃশ্যমানতার অভাব, ইটাওয়ায় দুই ট্রাকের মধ্যে সংঘর্ষ

Agra-Etawah-Kanpur six-lane highway  Accident
Agra-Etawah-Kanpur six-lane highway Accident

 

ইটাওয়া, ২ জানুয়ারি : ঘন কুয়াশায় দৃশ্যমানতার অভাবে বড়সড় দুর্ঘটনা ঘটল উত্তর প্রদেশের ইটাওয়া জেলায়। বৃহস্পতিবার গভীর রাতে ঘন কুয়াশার মধ্যেই ইটাওয়ার ফ্রেন্ডস কলোনি এলাকায় আগ্রা-কানপুর জাতীয় মহাসড়কের ওপর হরিয়ানা থেকে আসা একটি জিপসাম বোঝাই ট্রাকের সঙ্গে লবণ বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। দমকল অফিসার সুভাষ চন্দ্র বলেন, "মানিক মোড়ের কাছে হাইওয়েতে ট্রাকের দুর্ঘটনার পর, আগুন ধরে যায়। সেই খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। দেখা যায়, দাউদাউ করে জ্বলছে ট্রাকগুলি। বেশ কিছু সময়ের আগুন নেভানো হয়। হতাহতের ঘটনা ঘটেনি।"

You might also like!