Game

1 hour ago

Enzo Maresca: চেলসির দায়িত্ব ছাড়লেন মারেস্কা

Enzo Maresca
Enzo Maresca

 

লন্ডন, ২ জানুয়ারি : দলের ছন্দহীন পারফরম্যান্সে নতুন বছরের প্রথম দিন চেলসির কোচের পদ ছাড়লেন এন্টসো মারেস্কা। স্ট্যামফোর্ড ব্রিজে তার প্রথম মরসুমের শেষ ভাগে ক্লাব বিশ্বকাপ জয়ের ছয় মাসের কম সময়ের মধ্যে দায়িত্ব ছাড়লেন তিনি।প্রিমিয়ার লিগের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে মারেস্কার চলে যাওয়ার কথা জানিয়েছে। “চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনসহ চারটি প্রতিযোগিতায়ই মূল লক্ষ্য নিয়ে খেলছে দল। এন্টসো মারেস্কা ও ক্লাব বিশ্বাস করে যে, পরিবর্তনের ফলে দলটি আবার নিজেদের সঠিক পথে ফিরিয়ে আনার সেরা সুযোগ পাবে।” মারেস্কার কোচিংয়ে প্রিমিয়ার লিগে সবশেষ সাত ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে চেলসি। এখন ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে চেলসি।শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

You might also like!