Country

1 hour ago

Shehzad Poonawalla: বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক, পুনাওয়ালা

Shehzad Poonawalla
Shehzad Poonawalla

 

নয়াদিল্লি, ২ জানুয়ারি : বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হিংসার তীব্র নিন্দা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর কথায়, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশে সাম্প্রতিক হিংসার প্রেক্ষিতে শুক্রবার শেহজাদ পুনাওয়ালা বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে। ভারত সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।" পুনাওয়ালা এও বলেন, "যারা সিএএ-এর বিরোধিতা করছিল, তাঁদের এখন ক্ষমা চাওয়া উচিত। সিএএ হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ার জন্যই তৈরি হয়েছিল। অনেক কংগ্রেস নেতা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন।"

You might also like!