
বার্সিলোনা, ২৫ ডিসেম্বর : কেরিয়ার জুড়ে চোট তাকে ভুগিয়েছে, সেই চোটের কাছে হার মেনে নিলেন রাফিনিয়া আলকান্তারা। ৩২ বছর বয়সে ফুটবলকে বিদায় বলে দিলেন বার্সিলোনার প্রাক্তন মিডফিল্ডার। ব্রাজিলের হয়ে ১৯৯৪ সালে বিশ্বকাপ জেতা রাফিনিয়ার কেরিয়ার পূর্ণতা পায়নি চোটের জন্য। বার্সিলোনা, বায়ার্ন মিউনিখ ও লিভারপুলে আলো ছড়ানো ভাই থিয়াগো আলকান্তারার মতো সেভাবে নিজেবে মেলে ধরতে পারেননি তিনি। ২০১১ সালের নভেম্বরে বার্সিলোনার হয়ে অভিষেক হয় রাফিনিয়ার। ৯ বছরে কাতালান ক্লাবটির হয়ে খেলতে পারেন কেবল ৯০ ম্যাচ। পাকাপাকিভাবে দল ছেড়ে ২০২০ সালে যোগ দেন তিনি পিএসজিতে।
