Country

1 hour ago

Delhi air quality worsens: দিল্লির বাতাস দূষিতই, একিউআই ৪০০-র ঊর্ধ্বে

Delhi chokes in very poor air
Delhi chokes in very poor air

 

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লি ও এনসিআর অঞ্চলে। শনিবারও দিল্লির বাতাসের গুণগতমান থাকল উদ্বেগজনক পর্যায়ে। বিভিন্ন স্থানে বাতাসের গুণগতমান (একিউআই) ছিল ৪০০-র ঊর্ধ্বে। দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, অক্ষরধাম, নজফগড়, আর কে পুরম, আনন্দ বিহার প্রভৃতি এলাকা এদিনও বায়ুদূষণের কবলে ছিল। শনিবার সকালে দিল্লির তুলারাম মার্গে একিউআই ছিল ৪০৩, বারাপুল্লাহ ফ্লাইওভারে ৩৮০, অক্ষরধাম এলাকায় ৪২০। দূষণের পাশাপাশি কুয়াশার দাপটও বেড়েছে দিল্লিতে। দৃশ্যমানতা কমে যাওয়ায় এদিনও দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে।

You might also like!