
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:২০২৫ সালে ভারত এক আধুনিক জাতীয় ক্রীড়ানীতি গ্রহণ করেছে, যার লক্ষ্য খেলাধুলার জগতে দেশের আধিপত্য বজায় রাখা। কিন্তু এই উচ্চাশার মাঝেই এক লজ্জাজনক চিত্র সামনে এল। ওড়িশার ১৮ জন কুস্তিগিরকে স্কুল পর্যায়ের জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে ট্রেনের টয়লেটের পাশে বসে উত্তরপ্রদেশ যেতে হয়েছে। সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ক্রীড়া মহলে নিন্দার ঝড় উঠেছে। ক্রীড়ানীতি বদলালেও খেলোয়াড়দের সফরের মান কেন বদলাল না, তা নিয়ে এখন প্রবল বিতর্ক শুরু হয়েছে।
উত্তরপ্রদেশে এবার বসেছে ৬৯ তম জাতীয় স্কুল কুস্তি প্রতিযোগিতা। যোগ্যতার ভিত্তিতে সেখান অংশ নিচ্ছেন ওড়িশার ১০ জন ছেলে এবং ৮ জন মেয়ে মোট আঠেরো জন কুস্তিগির। যাতায়াত-সহ যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সে রাজ্যের স্কুল এবং গণ শিক্ষা দপ্তর। কিন্তু সেই কাজে ব্যর্থ হন। তরুণ খেলোয়াড়দের ট্রেনের টিকিটই নিশ্চিত করতে পারেনি তারা। এর ফলেই ফলে প্রবল ঠান্ডায়, সাধারণ কামরায় শৌচাগারের সামনে বসে উত্তরপ্রদেশে যেতে হয়েছে ওই কুস্তিগিরদের। এমনকী প্রতিযোগিতা শেষে একই ভাবে ঘরে ফেরেন তাঁরা।
এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে *(ভিডিওর সত্যতা যাচাই করেনি দূরন্ত বার্তা ডিজিটাল)*। স্বভাবতই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, কেন অপরিষ্কার ট্রেন শুয়ে-বসে যেতে হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের? আঙুল উঠেছে রাজ্যের স্কুল এবং গণ শিক্ষা দপ্তরের দিকে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৮ জন খেলোয়াড়ের মধ্যে ৪ জনের টিকিট কনফার্ম হয়েছিল। অস্বস্তিতে ওড়িশার বিজেপি সরকার। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি সরকার পক্ষ।
The visuals of 18 young Odisha wrestlers being forced to sit near train toilets in biting cold are a national embarrassment. These athletes were travelling to Uttar Pradesh to represent our state in the national school wrestling championship.
— Navajyoti Patnaik (@NavjyotiPatnaik) December 23, 2025
This is the true face of the BJP… pic.twitter.com/unrzPn8uds
