Game

2 hours ago

1st T20I: শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় ভারতের

IND vs SL 1st Women's T20I
IND vs SL 1st Women's T20I

 

বিশাখাপত্তনম, ২২ ডিসেম্বর  :ব্যক্তিগত জীবনের বিবাহ পর্বের সব ঝড়ঝাপ্টা সামলে বিশ্বকাপ জেতার পর খেলায় ফিরে ২৫ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিলেন ক্রিকেটই তাঁর জীবনের প্রথম ভালোবাসা। স্মৃতি ছাড়াও জেমাইমার (৬৯*) দুরন্ত ব্যাটিং, সর্বোপরি ভারতীয় বোলারদের দাপুটে বোলিং এ শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল হরমনপ্রীতের ভারত। এর মাঝে অবশ্য রেকর্ডও গড়লেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। প্রথম ভারতীয় হিসাবে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করলেন। গোটা বিশ্বের নিরিখে চার হাজার রান করা তিনি দ্বিতীয় খেলোয়াড়। শীর্ষে রয়েছেন কিউয়ি সুজি বেটস।

স্কোর বোর্ড:

শ্রীলঙ্কা: ১২১/৬ (২০ ওভার)(গুনারত্নে ৩৯, পেরেরা ২০, মাদাবি ২১, দীপ্তি ২০/১, চরণী ৩০/১)

ভারত: ১২২/২ (১৪.৪ ওভার), (স্মৃতি ২৫, জেমেইমা ৬৯*, কাভিন্ডি ২০/১)

You might also like!