Game

3 hours ago

Australia Cricket News: জনসনকে পেরিয়ে লিলির পরে কামিন্স

Pat Cummins in action
Pat Cummins in action

 

অ্যাডিলেড, ২০ ডিসেম্বর : অ্যাশেজের অ্যাডিলেড টেস্টের শনিবার চতুর্থ দিনে ইংল্যান্ডের প্রথম উইকেটটি নিয়ে জনসনের ৩১৩ স্পর্শ করেন কামিন্স। এরপর দ্বিতীয় উইকেট নিয়ে তিনি তাকে ছাড়িয়ে যান। চোটের কারণে এবার সিরিজের প্রথম দুই টেস্টে কামিন্স খেলেননি। অস্ট্রেলিয়ান অধিনায়ক হয়ে চতুর্থ টেস্টে মাঠে ফেরেন তিনি। শনিবার ৩০৯ উইকেট নিয়ে ম্যাচটি শুরু করেন তিনি। প্রথম ইনিংসে তিনটি উইকেট নেওয়ার পর ছাড়িয়ে যান ব্রেট লির ৩১০ উইকেট। ম্যাচের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৪৯ রানে। ইংল্যান্ড জয়ের জন্য লক্ষ্য পায় ৪৩৫ রানের। ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই বেন ডাকেটকে ফিরিয়ে জনসনের উইকেট সংখ্যা ছুঁয়ে ফেলেন কামিন্স। একটু পর অলিভার পোপকে ফিরিয়ে নিজেকে তিনি নিয়ে যান এক ধাপ ওপরে।

৭৩ টেস্টে ৩১৩ উইকেট নিয়ে কেরিয়ার শেষ করে বাঁহাতি জনসন। কামিন্সের এটি ৭২তম টেস্ট। বোলিং গড়, স্ট্রাইক রেট, ওভারপ্রতি রান, সবকিছুতেই বেশ এগিয়ে কামিন্স। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় কামিন্স এখন আছেন ছয় নম্বরে। পাঁচ নম্বরে উঠতে আরও বেশ কিছু দূর যেতে হবে তাকে। কারণ ৭০ টেস্টে ৩৫৫ উইকেট নিয়ে পাঁচে আছেন সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন ডেনিস লিলি। এই অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংস শুরুর সময় মিচেল স্টার্কের উইকেট সংখ্যা ৪২১টি। ৫৬৩ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন গ্লেন ম্যাকগ্রা। এই টেস্টের প্রথম ইনিংসেই তাকে ছাড়িয়ে ৫৬৪ উইকেটে আছেন ন্যাথান লায়ন। ৭০৮ উইকেট নিয়ে সবার ওপরে লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন।

You might also like!