কলম্বো, ২৯ জানুয়ারি : লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) বর্তমানে বিলুপ্ত ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী তামিম রহমান ফিক্সিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। শ্রীলঙ্কার একটি আদালত বুধবার তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, যদিও তা পাঁচ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি দু'কোটি ৪০ লক্ষ শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে তাঁকে।
তামিম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ২০২৪ এলপিএলের আগে ওই বছরের মে মাসে যখন তিনি শ্রীলঙ্কা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাঁকে গ্রেফতার করা হয়। পরে ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট।
শ্রীলঙ্কার ২০১৯ সালের একটি ক্রীড়া সম্পর্কিত অপরাধ প্রতিরোধ আইনে ২০২৫ সালের অক্টোবরে তামিমকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। ২০২৪ সালের এলপিএলে অংশগ্রহণকারী একজন খেলোয়াড়কে ফিক্সিংয়ে জড়াতে চাপ দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।
