kolkata

1 hour ago

Kalyani-Lalgola section: কল্যাণী–লালগোলা অংশে কিছু ট্রেনের সূচির বদল

Kalyani-Lalgola
Kalyani-Lalgola

 

কলকাতা, ১৯ ডিসেম্বর : পূর্ব রেলওয়ের শিয়ালদা ডিভিশনে কল্যাণী–লালগোলা অংশে যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে শনিবার (২০.১২.২০২৫) ট্রেনগুলিতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে:

* অতিরিক্ত ইএমইউ পরিষেবা:* • লালগোলা – রানাঘাট ইএমইউ স্পেশাল লালগোলা থেকে সকাল ৬:৩০ মিনিটে ছেড়ে ০৯:২৫ মিনিটে রানাঘাটে পৌঁছাবে।

• কল্যাণী – কৃষ্ণনগর ইএমইউ স্পেশাল কল্যাণী থেকে সকাল ৭:৪০ মিনিটে এবং ০৮:০৪ মিনিটে ছেড়ে যথাক্রমে ০৮:৩৬ মিনিটে এবং ০৯:০০ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছাবে।

*মেল/এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত স্টপেজ (যাত্রা শুরু হচ্ছে 20.12.2025):*

• 13104 লালগোলা – শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস এবং 13118 লালগোলা –

কলকাতা ধনধান্যে এক্সপ্রেস থামবে বাদকুল্লা এবং তাহেরপুরে।

• 13113 কলকাতা - লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস থামবে কল্যাণী, চাকদা, বাদকুল্লা এবং তাহেরপুরে।

শনিবার 31776 কৃষ্ণপুর – কসিমবাজার ইএমইউ লোকালের শুরু, গন্তব্য ও সূচীর বদল হবে। ট্রেনটি লালগোলা থেকে 06:12-তে ছেড়ে 08:55-তে কালিনারায়ণপুর পৌঁছোবে। ওই দিন ট্রেনটি সমস্ত স্টেশনে থামবে৷

এ ছাড়া, সব ইএমইউ এবং এমইএমইউ ট্রেনের পরিষেবা শনিবার দুপুর ১২:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত রানাঘাট এবং লালগোলার মধ্যে উভয় দিকের সমস্ত স্টেশনে থামবে।

You might also like!