
দুবাই, ৩০ জানুয়ারি : আরব আমিরশাহীর বিপক্ষে আয়ারল্যান্ডের একাদশ ঘোষণার মাধ্যমেই অর্ধেক রেকর্ড হয়ে যায়। দুবাইয়ে আফগানিস্তানের জুনাইদ সিদ্দিকীর প্রথম বলটা যখন ব্যাটে এল, তখন পূর্ণ হলো ষোলকলা। চার হাঁকানোর বলটি মোকাবিলা করেই পল স্টার্লিং হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার। চূড়ায় উঠার আগে রোহিত শর্মার সঙ্গে স্টার্লিং একই স্থানে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসরে যাওয়া রোহিত খেলেছেন ১৫৯ টি-২০ ম্যাচ। বৃহস্পতিবার দুবাইয়ে নেমে রেকর্ড গড়া স্টার্লিং খেললেন ১৬০ ম্যাচ।
১৫০ বা তার বেশি আন্তর্জাতিক টি-২০ খেলা ক্রিকেটারের সংখ্যা মাত্র ৩। তৃতীয়জন স্টার্লিংয়ের সতীর্থ ডকরেল। ২০১০ সালে অভিষেকের পর তিনি এখনও পর্যন্ত খেলেছেন ১৫৩ ম্যাচ। মোহাম্মদ নবি ১৪৮, জস বাটলার ১৪৪ ও মাহমুদউল্লাহ খেলেছেন ১৪১ ম্যাচ। ম্যাচ খেলার হিসাবে সবার শীর্ষে থাকা স্টার্লিং রান করার হিসাবে আছেন সেরা চারে। ১৩৪.৭৯ স্ট্রাইকরেট ও ২৬.৫৩ গড়ে ৩৮৭৪ রান করেছেন তিনি। বাবর আজম ৪৪৫৩ রান নিয়ে সবার শীর্ষে। রোহিত শর্মা ৪২৩১ ও বিরাট কোহলি ৪১৮৮ রান করেছেন। জস বাটলারের রানের সংখ্যা ৩৮৬৯।
