Technology

1 hour ago

Google Internship: টেক দুনিয়ায় পা রাখার সোনালি সুযোগ—২০২৬-এর ইন্টার্ন নিয়োগ শুরু গুগলের

Google Launches Paid Internships And Apprenticeships For 2026
Google Launches Paid Internships And Apprenticeships For 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া শুরু করে দিল গুগল। স্নাতক স্তরের পড়ুয়া থেকে শুরু করে স্নাতকোত্তর ও এমনকি PhD ডিগ্রিধারীদের জন্যও এটি গুগলের সঙ্গে যুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ বলে মনে করছেন ক্যারিয়ার বিশেষজ্ঞরা।

কেরিয়ারের একেবারে শুরুর দিকে এমন সুযোগ পাওয়া অনেকের কাছেই আশীর্বাদের সমান। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে ভারতের বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুণের মতো বড় শহরে কাজ করার সুযোগ মিলবে। শুধু নামী সংস্থায় কাজের অভিজ্ঞতাই নয়, ইন্টার্নদের জন্য থাকছে আকর্ষণীয় স্টাইপেন্ড, যা অনেক ক্ষেত্রে ফুল-টাইম চাকরির বেতনের সঙ্গেও টক্কর দিতে পারে।

এছাড়াও ইন্টার্নশিপ চলাকালীন ফ্রি লাঞ্চ, আধুনিক ও প্রিমিয়াম অফিস ফেসিলিটি এবং গুগলের শীর্ষস্থানীয় প্রফেশনালদের সঙ্গে কাজ শেখার সুযোগ থাকছে। বাস্তব কাজের অভিজ্ঞতার পাশাপাশি প্রযুক্তি দুনিয়ার অন্দরমহলকে কাছ থেকে জানার সুযোগও পাবেন নির্বাচিত প্রার্থীরা।


* কারা কত স্যালারি পেতে পারেন? স্নাতক (বি.টেক/বিই) শিক্ষার্থীরা: প্রতি মাসে আনুমানিক ১,২৫,০০০ টাকা।– মাস্টার্স (এম.টেক/এমই) শিক্ষার্থীরা: প্রতি মাসে আনুমানিক ১,৩৪,০০০ টাকা।– পিএইচডি শিক্ষার্থীরা: আরও বেশি উপবৃত্তি। 


* যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া: কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিারিং, স্ট্যাটিসটিকস অথবা এই সংক্রান্ত বিষয়ের পড়ুয়া য়ৃাঁরা C++, Java, Python, অথবা Go-এর মতো ল্যাঙ্গুয়েজ জানেন, তাঁরা গুগলের কেরিয়ার পোর্টালের ‘ইন্টার্ন’ খুঁজে আগামী ৩১ মার্চের মধ্যে নিজের সিভি জমা দিতে পারেন৷


* ইন্টার্নশিপ বিভাগগুগল বিভিন্ন শিক্ষাগত স্তরের জন্য বিভিন্ন ইন্টার্নশিপ অফার করে: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পিএইচডি ইন্টার্ন: জটিল সফটওয়্যার সিস্টেমের উপর৷ পিএইচডি শিক্ষার্থীদের জন্য ১২-১৪ সপ্তাহের একটি প্রোগ্রাম।– সিলিকন ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন (পিএইচডি): কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্সে পিএইচডি শিক্ষার্থীদের জন্য, যার লক্ষ্য পরবর্তী প্রজন্মের ক্লাউড সিলিকন ডিজাইন করা।– ছাত্র গবেষক ২০২৬: স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি এবং প্রাকৃতিক বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য।



* নির্বাচন প্রক্রিয়া:  রিজিউম স্ক্রিনিং: প্রজেক্ট এবং অ্যাকাডেমিক রেকর্ডের উপর ভিত্তি করে।– টেকনিক্যাল ইন্টারভিউ: কোডিং দক্ষতা, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম টেস্ট।– গুগলিনেস রাউন্ড: গুগলের কর্মসংস্কৃতি এবং দলগত কাজের সাথে সামঞ্জস্য মূল্যায়ন।


* কীভাবে আবেদন করবেন?— আবেদন করতে, প্রথমে গুগল ইন্টার্নশিপ পেজে যান।— 'অল ইন্টার্নশিপ এক্সপ্লোর করুন' লিঙ্কে যান।— পেজটি দেখুন এবং আপনি যে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে চান তা সন্ধান করুন।— বিস্তারিত পড়ুন এবং প্রয়োজনীয় তথ্য সহ আবেদন জমা দিন।

সব মিলিয়ে, প্রযুক্তি ও উদ্ভাবনের দুনিয়ায় নিজের কেরিয়ার গড়তে চাইলে গুগলের এই ২০২৬ ইন্টার্নশিপ প্রোগ্রাম হতে পারে স্বপ্নপূরণের প্রথম ধাপ।

You might also like!