Entertainment

1 hour ago

Ikkis Trailer: শেষবার রুপোলি পর্দায় ধর্মেন্দ্র, ‘ইক্কিস’-এর ফাইনাল ট্রেলার প্রকাশ্যে আসতেই মনখারাপ অনুরাগীদের

Dharmendra in final Ikkis trailer
Dharmendra in final Ikkis trailer

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘ইক্কিস’ ছবির ফাইনাল ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকমহলে আবেগের ঢেউ। আগেই ট্রেলার মন জয় করেছিল সকলের, এবার ফাইনাল ট্রেলার প্রকাশ্যে আসায় আবেগ আরও গভীর হয়েছে। পরিচালক শ্রীরাম রাঘবনের এই ছবিতেই শেষবারের মতো রুপোলি পর্দায় দেখা যাবে সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে। ট্রেলারে তাঁর সংলাপ ও নাচের ক্ষেত্রে তাঁর সক্রিয় উপস্থিতি চোখ ভিজিয়েছে নেটিজেনদের। 

ফাইনাল ট্রেলারে ধর্মেন্দ্রকে দেখা গিয়েছে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে। একটি বিশেষ দৃশ্যে তাঁর সংলাপ— ”এই হচ্ছে আমার ছোট ছেলে মুকেশ, ৫০ বছর বয়স। আর এই আমার ছোট ছেলে অরুণ। চিরকাল ২১ বছরেরই থাকবে”—শুনে আবেগে ভেসেছেন দর্শকরা। আরেকদিকে, একটি মুহূর্তে তাঁকে নাচতেও দেখা গিয়েছে, যা ছবির আবহে আলাদা মাত্রা যোগ করেছে। এই ছবি নির্মিত হয়েছে ১৯৭১ সালের যুদ্ধের পটভূমিতে। একদিকে যুদ্ধের রুদ্ধশ্বাস উত্তেজনা, অন্যদিকে এক তরুণ সেনা অফিসারের ব্যক্তিগত জীবন ও আত্মত্যাগ—এই দুইয়ের মেলবন্ধনেই গড়ে উঠেছে ‘ইক্কিস’-এর কাহিনি। অরুণ ক্ষেত্রপাল সেই যোদ্ধা, যিনি যুদ্ধে শত্রুপক্ষের ১০টি ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন। নিজের ট্যাঙ্কে আগুন লাগার পরও তিনি সেই স্থান ছাড়েননি এবং শেষ পর্যন্ত শহিদ হন।


৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর নব্বইতম জন্মদিন উদ্‌যাপনের কথা ছিল। কিন্তু তার আগেই, গত ২৪ নভেম্বর, চিরবিদায় নেন বলিউডের ‘হি ম্যান’। ফলে এই ছবিকে ঘিরে অনুরাগীদের আবেগ আরও তীব্র। নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ইক্কিস’। বলা বাহুল্য, ফাইনাল ট্রেলারই ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। 



You might also like!