Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Entertainment

1 hour ago

SRK: শাহরুখের করিশ্মায় দুবাই কাঁপল, পাঠান ও কিং-এর ঝড় এখনও অনুরাগীদের মনে

Shah Rukh Khan At Dubai
Shah Rukh Khan At Dubai

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান—যে নাম শুনলেই অনুরাগীদের হৃদয়ে এক ঝড় বয়ে যায়। সম্প্রতি দুবাই এক্সিবিশন সেন্টারে একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি আবারও প্রমাণ করলেন, কেন তিনি সমগ্র বিনোদনজগতে ‘বাদশা’ হিসেবে পরিচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ হাজারেরও বেশি অনুরাগী। মূলত একটি রিয়েল এস্টেট প্রজেক্টের প্রমোশনের জন্য আয়োজন করা হলেও, শাহরুখের উপস্থিতি সেই মুহূর্তকে কনসার্টের মেজাজে রূপান্তরিত করেছিল। 

শাহরুখের মুখে শোনা গেল তাঁর সুপারহিট সিনেমা ‘ওম শান্তি ওম’ এর অনবদ্য সংলাপ—  ‘ইতনি শিদ্দত সে ম্যায়নে তুমহে পানে কি কৌশিশ কি হ্যায়, কি হর জাররে নে মুজহে তুমহে মিলানে কি সাজিশ কি হ্যায়।’দর্শকরা মুহূর্তেই উন্মত্ত হয়ে উঠলেন। নিজের অনুরাগীদের উদ্দেশ্যে শাহরুখ জানান,  ”আমাকে এক তারকা করে তোলার জন্য আপনাদের ধন্যবাদ।” এরপরই হর্ষধ্বনিতে ফেটে পড়ে হল। ‘পাঠান’ ছবির ‘ঝুমে জো পাঠান’ গানেও এদিন কোমর দোলান বাদশা। তাঁর নিখুঁত স্টেপিং মন জিতে নেয় দর্শকদের। তাঁর জীবনের মূল মন্ত্রও জানান শাহরুখ। বলেন, ”আমি ঈশ্বরে ঘোরতর বিশ্বাসী। আমার জীবনের রিয়েল থিম হল হার্ড ওয়ার্ক।” 

এ বছর যদিও কোনো ছবি মুক্তি পায়নি, তবুও ২০২৫ সাল নিঃসন্দেহে শাহরুখের।  তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারপ্রাপ্তি ঘটেছে এবছরই। আবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে আয়োজিত মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে।  যার জেরে নিউ ইয়র্ক টাইমসের সেরা একশো ফ্যাশনিস্তাদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে ঠাঁই পেয়েছেন। অপরদিকে বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে। অনুরাগীরা অপেক্ষা করছেন আগামী বছরের ‘কিং’ সিনেমার জন্য, যা মুক্তির আগেই তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। 

You might also like!