
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহান কবি সুব্রমনিয়া ভারতীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। তিনি বলেছেন যে তাঁর কবিতা সাহসের দীপ্তি জাগিয়ে তুলেছিল এবং এবং তাঁর চিন্তাভাবনা অগণিত মানুষের মনে স্থায়ী ছাপ ফেলে যাওয়ার ক্ষমতা রাখে। এদিন প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে জানিয়েছেন, মহাকবি সুব্রমনিয়া ভারতীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তাঁর কবিতা সাহসের দীপ্তি জাগিয়ে তুলেছিল এবং তাঁর চিন্তাভাবনা অগণিত মানুষের মনে স্থায়ী ছাপ ফেলে যাওয়ার ক্ষমতা রাখে। তিনি ভারতের সাংস্কৃতিক ও জাতীয় চেতনাকে আলোকিত করেছিলেন। তিনি ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনের জন্য কাজ করেছিলেন। তামিল সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও তাঁর অবদান অতুলনীয়।
Tributes to Mahakavi Subramania Bharati on his birth anniversary. His verses ignited courage and his thoughts had the power to leave a lasting impression on the minds of countless people. He illuminated India’s cultural and national consciousness. He worked towards creating a…
— Narendra Modi (@narendramodi) December 11, 2025
