
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। কখনও তাঁর কাজের জন্য, কখনও আবার সাহসী চরিত্র নির্বাচনের কারণে। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও নিজস্ব শর্তে চলতেই পছন্দ করেন অভিনেত্রী। পোশাকের ক্ষেত্রেও তিনি বরাবরই এক্সপেরিমেন্টাল—শাড়ি হোক বা পাশ্চাত্য পোশাক, সবেতেই আত্মবিশ্বাসে ভরপুর স্বস্তিকা। এবার সেই আত্মবিশ্বাসই ধরা পড়ল মন্দারমণির সমুদ্রসৈকতে। শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, হলুদ-সাদা চেক ডিজাইনের বিকিনিতে সমুদ্রতটে দাঁড়িয়ে স্বস্তিকা। গলায় মুক্তোর মালা, তার সঙ্গে ঝুলছে লাল লঙ্কার চার্ম, কানে মুক্তোর দুল আর চোখে রোদচশমা—সব মিলিয়ে সাবলীল অথচ দৃপ্ত উপস্থিতি। সমুদ্র, রোদ আর আত্মবিশ্বাস মিলেমিশে তৈরি করেছে এক আকর্ষণীয় দৃশ্যপট।
৪৫তম জন্মদিন উপলক্ষ্যে এই ছবিগুলির সঙ্গে দীর্ঘ ক্যাপশনে নিজের শরীর ও বয়স নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘এই দেহটা বেঁচে আছে। সন্তান ধারণ করেছে, কাজ করেছে, যত্ন করেছে, দুঃখ করেছে, আনন্দ করেছে, রাজনীতি করেছে, প্রতিরোধ করেছে। এমন একটা দেহ যা সমাজ যখন অদৃশ্য হতে বলেছিল তখনও অবসর নেয়নি। এমন একটা দেহ যা এখনও জল, সূর্য, স্থান দাবি করে। যদি এটা কাউকে অস্বস্তিকর করে তোলে, তবে ভালো। বয়স বাড়ানো সমস্যা নয়। সমস্যা হল এমন একটা সংস্কৃতি যা মহিলাদের ভয় দেখিয়ে অনুমতি চাওয়া বন্ধ করে দেয়। সমুদ্র আমাদের আরও স্থিতিস্থাপক করে তুলুক, আমাদের অধ্যবসায় শেখাক। জলকে ধরে রাখতে দাও। আমার প্রিয় নারীর ৪৫তম জন্মদিনের শুভেচ্ছা। সেলুলাইটযুক্ত উরু, পিগমেন্টেড স্ক্রিন, বয়সের কারণে খুঁতে ভরা শরীরের জন্য শুভেচ্ছা। আমি তোমাকে ভালোবাসি।’
ছবি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় ভালোবাসায় ভাসছেন স্বস্তিকা। অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি তাঁর সাহস ও স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “তুমি আমাদের পথ দেখাও, সাহস জোগাও,” আবার কেউ বলেছেন, “এভাবেই নিজেকে বহন করো, এভাবেই থেকো।” ৪৫ বছরে পা রেখেও স্বস্তিকা মুখোপাধ্যায় যেন আবারও প্রমাণ করলেন—আত্মবিশ্বাসই আসল সৌন্দর্য।
