Entertainment

56 minutes ago

Ranveer Singh on Kantara Row: ‘কান্তারা’ নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন রণবীর সিং

Ranveer Singh has reacted to Kantara controversy
Ranveer Singh has reacted to Kantara controversy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে ‘কান্তারা’ সিনেমা নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন রণবীর সিং। বিশেষ করে ঋষভ শেট্টির ক্লাইম্যাক্স দৃশ্যের প্রসঙ্গে অভিনেতা তুলু সম্প্রদায়ের দেবতাকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করলে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। মন্তব্যটি ভাইরাল হওয়ার পর দিন দুয়েক ধরে রণবীর সিংকে সামাজিক ও অনলাইন প্ল্যাটফর্মে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। 

এখন এই বিতর্কের প্রেক্ষিতে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে রণবীর সিং ক্ষমা প্রার্থনা করেছেন। মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন,  “আমি শুধু ঋষভ শেট্টির অসাধারণ পারফরম্যান্সের কথা উল্লেখ করতে চেয়েছিলাম। একজন অভিনেতা হিসেবে আমি জানি, এই ধরণের দৃশ্যে অভিনয় করার জন্য কতটা কসরত করতে হয়। তাই মন থেকে ওঁকে শ্রদ্ধা করি। আমি বরাবর আমাদের দেশের প্রত্যেকটি সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসকে গভীরভাবে সম্মান করে এসেছি। কিন্তু যদি কারও ভাবাবেগে আমি আঘাত করে থাকি তাহলে মন থেকে ক্ষমা চাইছি।” 


সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ইফি’র মঞ্চে শুটিংয়ের এক দৃশ্য অনুকরণ করে চোখ ঘুরানো, জিভ বের করার মতো অঙ্গভঙ্গি দেখান, যা ঋষভসহ সকলকে হাসায়।  তাঁকে বলতে শোনা যায়, “আমি এই ছবিটি দেখেছি। আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে ঋষভ! বিশেষ করে যখন এক ‘মহিলা ভূত’ আপনার উপরে ভর করেছিল!” দৃশ্যটি পরিবেশনের পর  রণবীরকে বলতে শোনা যায়, “আমাকে কি কেউ কান্তারা ৩-তে দেখতে চাও? তাহলে জানিও।” তবে তুলু সম্প্রদায়ের দেবতাকে ‘মহিলা ভূত’ বলে উল্লেখ করা ও আন্তর্জাতিক মঞ্চে তার প্রদর্শন একাংশর আপত্তিকর লেগেছে। সমালোচকেরা বলছেন, “এটি ঈশ্বরের অবমাননা।” এভাবে বিতর্কের মধ্যেও রণবীর সিং ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন, যা এখন সংবাদ শিরোনামের বিষয়বস্তু হয়ে উঠেছে। 


You might also like!