International

6 hours ago

Brown University shooting: আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, মৃত দুই

Brown University shooting
Brown University shooting

 

ওয়াশিংটন, ১৪ ডিসেম্বর : আমেরিকায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন এলোপাথাড়ি গুলি চলার অভিযোগ। ঘটনায় কমপক্ষে দুই জন নিহত এবং আটজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। পলাতক বন্দুকবাজ। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বিশ্ববিদ্যালয়ে তখন পরীক্ষা চলছিল। পরীক্ষা যখন প্রায় শেষের পথে, তখন শুরু হয় গোলাগুলি। প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পরে জানা যায়, অভিযুক্ত পলাতক। শনিবার সন্ধ্যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বিষয়টি তাঁকে জানানো হয়েছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

You might also like!