
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হাতে গোনা ছবিতে কাজ করলেও পর্দায় এলেই দর্শকের নজর কেড়ে নেওয়ার ক্ষমতা তাঁর জন্মগত। আলোচনার আড়ালে থেকে নিজের কাজ দিয়েই বারবার চমক দিতে অভ্যস্ত অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। অ্যাকশন হোক বা অভিনয়ের পরিধি—প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের স্বতন্ত্র ছাপ রেখে গিয়েছেন। শুক্রবার ফের এক বড় সুখবর দিয়ে অনুরাগীদের উত্তেজনা বাড়ালেন বিদ্যুৎ।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অভিনেতা জানালেন, এবার হলিউডের ছবিতে অভিষেক ঘটতে চলেছে তাঁর। জনপ্রিয় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্রিট ফাইটার’-এর নতুন ছবিতে দেখা যাবে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো হলিউডের মূলধারার ছবিতে পা রাখতে চলেছেন বিদ্যুৎ। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর প্রথম ঝলক, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন অনুরাগীরা। এই ছবিতে বিদ্যুৎকে দেখা যাবে ‘ধালসিম’ চরিত্রে—যিনি ক্যাপকমের বিখ্যাত ভিডিও গেম ‘স্ট্রিট ফাইটার’-এর অন্যতম জনপ্রিয় চরিত্র। ‘ভারতের যোগী’ হিসেবে পরিচিত ধালসিম একাধারে আধ্যাত্মিক এবং দুর্ধর্ষ যোদ্ধা। সেই চরিত্রেই বিদ্যুৎকে দেখা যাচ্ছে নেড়া মাথা, কানে দুল ও তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গিতে। মার্শাল আর্টের ভঙ্গিমায় তাঁর শরীরী ভাষা এবং চেহারার পরিবর্তন ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ‘ক্র্যাক’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও দায়িত্ব সামলেছিলেন বিদ্যুৎ। যদিও সেই ছবি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠে এবার আন্তর্জাতিক স্তরে এমন প্রত্যাবর্তন অভিনেতার কেরিয়ারে নতুন অধ্যায় যোগ করল বলেই মনে করছেন অনেকে। আগামী ২০২৬ সালের অক্টোবর মাসে মুক্তি পাওয়ার কথা ‘স্ট্রিট ফাইটার’। হলিউডের পর্দায় বিদ্যুতের অ্যাকশন দেখার অপেক্ষায় এখন মুখিয়ে দর্শক।
