
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : সংসদ হামলার স্মৃতি এখনও অক্ষয়! শনিবার ২০০১ সালের সংসদ হামলার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলো সমগ্র দেশ। শনিবার সকালে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং অন্যান্য সাংসদরা ২০০১ সালের সংসদ হামলায় প্রাণ হারানো নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সংসদ হামলায় নিহতদের এদিন বিনম্র চিত্তে শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অন্যান্যরা। সংসদ চত্বরে মঞ্চ তৈরি করা হয়। উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও অন্য সাংসদরাও সেখানে উপস্থিত হয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
