Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Entertainment

1 hour ago

Jaya Bachchan: “শুধু ফোন হাতে রাখলেই সাংবাদিক হওয়া যায়না”–জয়ার তোপ, বিতর্কের মধ্যেই এবার প্রতিক্রিয়া জানালেন আশুতোষ রানা

Ashutosh Rana Reacts To Jaya Bachchan's Remarks On Paparazzi
Ashutosh Rana Reacts To Jaya Bachchan's Remarks On Paparazzi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জয়া বচ্চন—যে নাম শুনলেই ভদ্রতা আর দৃঢ়তার সংমিশ্রণ মনে আসে—কিন্তু সম্প্রতি আবারো বিতর্কের কেন্দ্রে নাম উঠে এসেছে তাঁর। কিছুদিন আগে এক অনুষ্ঠানে হাজির হয়ে পাপারাজ্জিদের দৃষ্টান্তমূলক সমালোচনা করেছেন তিনি। এবার তাঁর এই বিতর্কিত মন্তব্যে নিজের প্রতিক্রিয়া জানালেন বিখ্যাত অভিনেতা আশুতোষ রানা।

সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন জয়া বচ্চন। আর সেখানেই ছবি তোলার জন্য ক্যামেরার সামনে থাকা মানুষদের দেখে তিনি সরাসরি বলেন, “কারা এরা? এর নাম মিডিয়া? এরা সাংবাদিক? আমাকে সাংবাদিক ঠিক কেমন হন তা বোঝাতে আসবেন না। আমি ব্যক্তিগতভাবে জানি একজন শিক্ষিত, মার্জিত সাংবাদিক কীভাবে নিজেকে তুলে ধরেন। আমার বাবা নিজে একজন সাংবাদিক ছিলেন। এই যে এরা একটা ফোন হাতে নিয়ে চলে এসেছে। এঁদের কী যোগ্যতা রয়েছে? এদের শিক্ষাগত যোগ্যতা কী? নোংরা জামাকাপড় পরে, যেমন ভাবে ইচ্ছা চলে এসেছে। নিজেদের কী মনে করে এরা? হাতে একটা ফোন আছে মানেই কি সব করতে পারেন এঁরা?” তাঁর মতে, শুধু তারকাদের ছবি মুঠোফোনে বন্দি করলেই তাঁকে সাংবাদিক বলা যায় না। তার জন্য পড়াশোনার প্রয়োজন। 

জয়ার এহেন বিতর্কিত মন্তব্যকে ঘিরে সংবাদ সংস্থা আইএএনএসকে অভিনেতা আশুতোষ রানা জানান, ”আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের নিজস্ব মূল্যবোধ রয়েছে। আমরা অত্যন্ত আবেগপ্রবণ। আবার আমরা সংবেদনশীলও। আর এই সংবেদনশীলতার কারণে আমাদের মনে হয় আমরা কখনও কখনও অন্যকে আক্রমণ করে ফেলছি। তবে একই সঙ্গে সংবেদনশীলতার কারণেই আমরা বুঝতে পারি, ঈশ্বর যেমন আমাদের সৃষ্টি করেছেন, তেমনই অন্যদেরও করেছেন।” 

প্রসঙ্গত, জয়া বচ্চনের এই স্বভাব এবং গণমাধ্যমের প্রতি সরাসরি সমালোচনা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ভদ্রভাবে ছবি তোলার নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি নাতনি নব্যার পডকাস্টে এ প্রসঙ্গ উত্থাপন করে বলেন, “এই পাপারাজ্জিরা তিলকে তাল করেন।” 


You might also like!