Game

1 hour ago

Premier League weekend wrap-up: ইংলিশ প্রিমিয়ার লিগ, দুই শিরোপা প্রত্যাশী দলের লড়াই শেষ হয়েছে অমীমাংসিতভাবে

Premier League weekend wrap-up
Premier League weekend wrap-up

 

স্ট্যামফোর্ড, ১ ডিসেম্বর : স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার রাতে প্রিমিয়ার লিগের দুই শিরোপাপ্রত্যাশী দলের লড়াই শেষ হয়েছে ১-১ গোলে। ১০ জন নিয়েই আত্মবিশ্বাসী ফুটবল খেলে এগিয়ে গিয়েছিল চেলসি। পরে ঘুরে দাঁড়িয়ে একটি পয়েন্ট আদায় করে নেয় আর্সেনাল। ট্রেভো শ্যালাবা চেলসিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মিকেল মেরিনো। চেলসির বিপক্ষে এই নিয়ে শেষ আট ম্যাচে অপরাজিত রইল আর্সেনাল। এর মধ্যে পাঁচটিতেই জয় রয়েছে তাদের।

তবে ১০ জনের দলের কাছে জিততে না পারাটা আর্সেনালের জন্য হতাশার। তাছাড়া এদিন দুই পয়েন্ট হারানোয় দ্বিতীয় স্থানের সঙ্গে তাদের ব্যবধানও কমে গেল। ১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। আর আগের দিন জয় পাওয়া ম্যানচেস্টার সিটি ২৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।চেলসির জন্য হতাশার কারণ দ্বিতীয় স্থানে উঠতে না পারা, ২৪ পয়েন্ট নিয়ে তারা আছে তিন নম্বরে।

You might also like!